NEWS:বায়ার ০৪ লেভারকুজেন

বায়ার ০৪ লেভারকুজেন ফুসবল জিএমবিএইচ (সাধারণত বায়ার ০৪ লেভারকুজেনবায়ার লেভারকুজেন জার্মান উচ্চারণ: [ˌbaɪ̯ɐ ˈleːvɐˌkuːzn̩] অথবা শুধুমাত্র বায়ার নামে পরিচিত) হচ্ছে লেভারকুজেন ভিত্তিক একটি জার্মান পেশাদার ফুটবল ক্লাব।[][] এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লিগ বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯০৪ সালের ১লা জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। বায়ার ০৪ লেভারকুজেন তাদের সকল হোম ম্যাচ লেভারকুজেনের বেএরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,৮১০।[][] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন শাবি আলোনসো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফের্নান্দো কারো। ফিনীয় গোলরক্ষক লুকাস রাদেকি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, বায়ার ০৪ লেভারকুজেন এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি ২. বুন্দেসলিগা এবং ১টি ডিএফবি-পোকাল শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যেটি হচ্ছে ১৯৮৭–৮৮ উয়েফা কাপ।[]